Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক দুর্নীতি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক দুর্নীতি মামলায় গ্রেপ্তার

ঢাকা : প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) ও কমোডর (অবসরপ্রাপ্ত) শফিক-উর-রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাত ১টার দিকে রাজধানী মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। রাতে তাকে সেখানেই রাখা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শফিক-উর-রহমান ১৯৯৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের আগস্ট পর্যন্ত কোস্টগার্ডের মহাপরিচালক ছিলেন। মহাপরিচালক থাকাকালীন সময়ে গম বিক্রি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো শফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে। মামলা দায়েরের দেড়যুগ পর তাকে গ্রেপ্তার করা হলো।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer