Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে শি-ট্রাম্পের ফোনালাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে শি-ট্রাম্পের ফোনালাপ

ঢাকা : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এসময় তারা অভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত মতবিনিময়ের মাধ্যমে নিবিড় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।

শি বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে নেয়া পদক্ষেপের কঠোর বিরোধী। তিনি আরো বলেন, চীন আশা করে যে, সংশ্লিষ্ট সকল পক্ষ কোরীয় উপদ্বীপ নিয়ে সৃষ্ট উত্তেজনার ক্ষেত্রে ধৈর্য ধরবে এবং আগ্রাসী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে।

শি বলেন, এক্ষেত্রে কোন পক্ষ আগ্রাসী পদক্ষেপ নিলে তার দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer