Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কোরবানীর জন্য ডিএসসিসির ২০৬ স্থান নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১৬ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোরবানীর জন্য ডিএসসিসির ২০৬ স্থান নির্ধারণ

ছবি- সংগৃহীত

ঢাকা : আসন্ন ঈদুল আযহায় পশু কোরবানীর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০৬টি স্থান নির্ধারন করেছে।

কোরবানীর বর্জ্য সুষ্ঠূ ব্যাবস্থাপনার জন্য নাগরিকদের সহযোগীতাও কামনা করেছেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মেয়র বলেন, বর্জ্য ব্যাবস্থাপনার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। বরাবরের মত এবারো ব্লিচিং পাউডার ও ব্যাগ বিনামূল্যে সরবরাহ করবো।

মেয়র বলেন, এই শহরে কোটি মানুষের বাস। তারপরও আমরা গত বছর ২৪ ঘন্টায় বর্জ্য পরিস্কার করেছি। এবারো করবো। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এবার দ্রুত সময়ে যে কাউন্সিলর তার ওয়ার্ড পরিস্কার করবেন, আমরা তাকে পুরস্কৃত করবো। এজন্য একটি কমিটি করে দিবো। তাদের গাড়ি দিয়ে দিবো।

দক্ষিণের প্রধান বর্জ্য ব্যাবস্থাপক জাহিদ হোসেন বলেন, আমরা কোরবানীর জন্য এবার ২০৬টি স্থান নির্ধারন করে দিয়েছি। এখানে কোরবানীর জন্য আপনারা সব ধরনের সহযোগীতা পাবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer