Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ধৈর্য্য ধরতে হবে:নাসিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ধৈর্য্য ধরতে হবে:নাসিম

ঢাকা : কোটা আন্দোলন নিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, কোটা সংস্কার কমিটি রিপোর্ট দ্রুত পেশ করতে হবে। শেখ হাসিনা সরকার তরুণদের জন্য কাজ করেন। কোটা সংস্কারের ব্যাপারে আন্দোলনকারীদের একটু ধৈর্য্য ধরতে হবে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক তারা যদি একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আমরা ধরে নিব দলটি গণতন্ত্রের শত্রু।

কে নির্বাচনে আসবে আর কে আসবে না এটা একান্তই তাদের দলের সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সকল দলকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন হচ্ছে রাষ্ট্রের পরিহার্য একটি উপাদান। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer