Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কোকো-কোলার কারখানা চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২২ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোকো-কোলার কারখানা চালু

ঢাকা : বাংলাদেশ পণ্য উৎপাদন ও বোতলজাতকরণ কারখানা চালু করেছে কোকো-কোলা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কারখানা স্থাপনে ৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বহুজাতিক এ কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস খাতে গত ২০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)। গত ১৮ জানুয়ারি কোকা-কোলার অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড ময়মনসিংহের ভালুকায় আনুষ্ঠানিকভাবে এ কারখানা চালু করে।

কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট প্রমুখ।


Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer