Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে আমিরাতের ভ্রমণ সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে আমিরাতের ভ্রমণ সতর্কতা

ঢাকা : ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণে ১১ জনের মৃত্যু হয়েছে। আর এ খবরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সেখানে ভ্রমণের ব্যাপারে তার দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

বৃহস্পতিবার ইউএই এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কতা জারি করা হয়। এছাড়া এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা কেরালা ভ্রমণে যাচ্ছেন তাদেরকে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে সজাগ থাকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

যারা কেরালা ভ্রমণ করেছেন তাদের থেকে এই ভাইসার ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু এবং তারা নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের কেরালায় নিপা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় রাজ্যটিতে সতর্কতা জারি করা হয়েছে। খুব দ্রুতই এ ভাইরাস সংক্রমণে এক সেবিকাসহ ১০ জনের বেশি মানুষ মারা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer