Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘কেআইবি কৃষি পদক’ পেলেন ড. হুমায়ুন কবীর

সজীব আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘কেআইবি কৃষি পদক’ পেলেন ড. হুমায়ুন কবীর

ছবি : পিআইডি

ময়মনসিংহ : ‘কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) কৃষি পদক-২০১৮’ পেলেন বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

গতকাল বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পদক তুলে দেন।

লেখালেখির মাধ্যমে কৃষি ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করে দেশ ও জাতির জন্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকাশনা ও সম্প্রচার (ব্যক্তি) ক্যাটাগরিতে কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীরকে এ পদক প্রদান করা হয়।

ইতিপূর্বে একই ক্যাটাগরিতে তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ২০১৭ এবং পাক্ষিক কৃষি প্রযুক্তি পত্রিকা লেখক সম্মাননা ২০১৫ অর্জন করেছেন। ২০১৪ থেকে কেআইবি এ পদক চালু করে। বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৭ সালে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ২০১৮ সালে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ মোট ১১ জনকে একত্রে (দুবছর) এ পদক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৩০ হাজার কৃষিবিদগণের মধ্য হতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন জুরি এ মনোনয়ন চূড়ান্ত করেছেন। তার এ ধারাবাহিক পদক প্রাপ্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer