Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কৃষিতে অবদানের জন্য ১১ বিশিষ্টজনকে সংবর্ধনা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ২০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কৃষিতে অবদানের জন্য ১১ বিশিষ্টজনকে সংবর্ধনা

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশের কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি (বিএইএস) শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই সংবর্ধনা আয়োজন করে।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল হালিম, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. সু লাউত্জ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ, বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক ড. গোলাম মারুফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, এনএসএফ ইন্টারন্যাশনালের কনসালটেন্ট ড. ক্রেইং এ মেসনার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।

বিএইএসের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও বিএইএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer