Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কৃষি ব্যাংক শহীদনগর শাখায় হালখাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কৃষি ব্যাংক শহীদনগর শাখায় হালখাতা

মৌলভীবাজার : চৈত্র সংক্রান্তি, চৈত্র মেলা, বৈশাখি মেলা, বাংলা নববর্ষ, পান্তা ভাতের আয়োজন আর এ দু’মাস ধরেই চলে হালখাতা।

বাংলা নববর্ষের শুভাগমনে ব্যবসা বাণিজ্যে হালখাতার প্রচলন এখন তৃণমূল পর্যায়েও বিস্তৃত হয়েছে। হালখাতার মাধ্যমে দেনা পাওনার পরিসমাপ্তি ঘটে। বহমান এই সংস্কৃতির ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজারের শহীদনগর বাজার শাখা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীনগর বাজার শাখায় দিনব্যাপী এই হালখাতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক শহীদনগর বাজার শাখা ব্যবস্থাপক রনজিৎ ভট্টাচার্য্য বলেন, কৃষি অধ্যূষিত এলাকায় হালখাতা অনুষ্ঠানে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রচুর গ্রাহকের সমাবেশ ঘটে এবং ব্যাংকে ঋণ আদায় সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

সম্প্রতিক সময়ে এতদ এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও গ্রাহকদের আন্তরিকতার মধ্য দিয়েই আশাতীত সাড়া পাওয়া গেছে। এটি ব্যাংকিং কার্যক্রমের একটি ইতিবাচক দিক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer