Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কুয়েতের সিদ্ধান্তে হতাশ ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ২৪ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুয়েতের সিদ্ধান্তে হতাশ ইরান

ঢাকা : কুয়েত ইরানী কূটনীতিকদের সংখ্যা কমানোর যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাতে তেহরান হতাশা ব্যক্ত করলেও সোমবার জানিয়েছে, তারা কুয়েত থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবে না।

গত সপ্তাহে কুয়েত ১৫ ইরানী কূটনীতিককে ছয় মাসের মধ্যে কুয়েত ত্যাগের নির্দেশ দেয়। ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে একটি ‘সন্ত্রাসী’ সেলের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।

কুয়েতের এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাসেমির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা বলে, ‘আমরা কুয়েতের কাছ থেকে এমনটা আশা করিনি।’

তিনি আরো বলেন, ‘আমরা সব সময়ই পারস্য উপসাগরীয় অঞ্চলে কুয়েতের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে চলেছি। তাদের এই পদক্ষেপটি আমাদের জন্য সুখকর না হলেও আমরা পরস্পরের সঙ্গে এখনো আলাপ-আলোচনা ও যোগাযোগ রক্ষা করে চলতে পারি।’

কুয়েতে ইরানের রাষ্ট্রদূত বহাল থাকবেন বলে নিশ্চিত করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer