Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কুড়িল-পূর্বাচল লিংক রোডেও হবে হাতিরঝিলের মতো ‘আইকনিক খাল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ২১ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুড়িল-পূর্বাচল লিংক রোডেও হবে হাতিরঝিলের মতো ‘আইকনিক খাল’

ঢাকা : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘‘রাজধানীর হাতিরঝিলের মতো আরেকটি নান্দনিক এলাকা হবে কুড়িল-পূর্বাচল লিংক রোডের দু’পাশ। এখানে একটি খাল খনন করা হবে, যা হবে ‘আইকনিক খাল’। যার কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে।’’

শুক্রবার বেলা ১১টায় কুড়িল-পূর্বাচল লিংক রোডের পাশে ‘১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেহেতু সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি ২০১৮ সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, কাজ শেষ হলে চমৎকার দৃশ্য ফুটে উঠবে। বুয়েটের ডিজাইনে রাজউকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন চলছে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘বিলম্বিত হওয়া প্রকল্পগুলো যে কোনোভাবে ২০১৮ সালের মধ্যে শেষ করতে আমি রাজউকের নতুন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer