Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কুষ্টিয়ায় কৃষকদের প্রশিক্ষণ ও কৃষক র‌্যালি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুষ্টিয়ায় কৃষকদের প্রশিক্ষণ ও কৃষক র‌্যালি

ছবি: বহুমাত্রিক.কম

কুষ্টিয়া : মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষির মান বাড়াতে কুষ্টিয়ায় কৃষকদের প্রশিক্ষণ ও কৃষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষন প্রদান করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড, শাহাবুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপপরিচালক ড, রুহুল কবীর, অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ ড, হায়াৎ মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হাসান পলাশ।

এসময় দুইশতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। এর আগে কৃষকদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer