Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কী হবে না হবে-আমি জানি আর নেত্রী জানেন: সৈয়দ আশরাফ

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কী হবে না হবে-আমি জানি আর নেত্রী জানেন: সৈয়দ আশরাফ

ফাইল ছবি

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’দিনের ২০তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে শনিবার। সম্মেলনে দলের সভপতি পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই-এটা নিশ্চিত হওয়া গেলেও সাধারণ সম্পাদক পদে কে আসছেন-তা নিয়ে চলছে জোর জল্পনা।

এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, সম্মেলনে কী হবে না হবে তা তিনি এবং তার নেত্রী শেখ হাসিনা জানেন।

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের সম্মানে শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত নৈশভোজে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে।’

‘কী হবে না হবে আমি জানি আর নেত্রী জানেন। সম্মেলন উৎসবমুখর পরিবেশে হবে। সম্মেলনের পরপরই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে’-বলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

বিভিন্ন নেতার নামে স্লোগান হচ্ছে-এমন বিষয়টি সৈয়দ আশরাফের গোচরে আনা হচ্ছে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ সব স্লোগান কাজে আসবে না। পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer