Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কিরঘিজিস্তানের প্রেসিডেন্টের সঙ্গীত প্রতিভা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ৩০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কিরঘিজিস্তানের প্রেসিডেন্টের সঙ্গীত প্রতিভা

ঢাকা : ভাবুন, রাজনীতিবিদ পরিচয়ের বাইরে একজন প্রেসিডেন্টের আর কি পরিচয় থাকে? কিন্তু কিরঘিজিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক অ্যাটামবায়েভ এর মধ্যে একেবারেই ব্যতিক্রম।সম্প্রতি একসঙ্গে রিলিজ হয়েছে তার দুটি গিটার ব্যালে রেকর্ড।

তার জন্য এটি নতুন ঘটনা নয়।প্রায় নিয়মিত ব্যবধানেই তার গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে।
নিজের গানগুলো তিনি নিজেই লেখেন।আর কেবল গিটার নয়, নিজের দেশের ঐতিহ্যবাহী প্রায় সব ধরণের বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী এই প্রেসিডেন্ট।

তবে, সঙ্গীতে প্রতিভা আছে মধ্য এশিয়ায় এমন একমাত্র নেতা নন মি. অ্যাটামবায়েভ।
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টেরও রয়েছে এই সুনাম।

বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় রোমান্টিক গান গাইতে এবং ডিজের ভূমিকায় অবতীর্ণ হতে।
এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ানো বাজানোর সচিত্র প্রমাণও দেখেছেন অনেকেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer