Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কিম্বা কাঙ্খিত আলোর দ্বার যাবে খুলে

পদ্মনাভ অধিকারী

প্রকাশিত: ০২:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কিম্বা কাঙ্খিত আলোর দ্বার যাবে খুলে

রাতের আঁধারের হাত ধরে
অনিশ্চিত গন্তব্যে ফেরার মতো
সময় পেরোচ্ছি এখানে এখন-

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত সুস্পষ্ট।
কেউ কাউকেই দিতে চাইছে না ছাড়,
সঙ্গী অথবা জঙ্গী হবার ভাবনা যখন
দুর্ভাবনা হয়ে জেঁকে বসেছে বুকে-

সময়ের গাড়ী অসময়ে
বাজিয়ে যাচ্ছে তার বাঁশি, যাতে
নিরুপায় আরোহী হবার চিন্তায় বিভোর অনেকেই-

অথচ-কেউ জানে না ক’খন খুলবে কার
কোন সে দুয়ার! ভূগোলে কখনই বা
ঘোর কেটে হবে ভোর! কিম্বা কাঙ্খিত
আলোর দ্বার যাবে খুলে, শেষ হবে
শক্তি-আধিপত্যের দ্বন্দ্বের-মান অভিমান!
অথবা- এভূগোলের গোটাটা-ই হচ্ছে ধ্বংস্তুপ!

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer