Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কিউবায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত শতাধিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ মে ২০১৮

আপডেট: ০৪:০৩, ১৯ মে ২০১৮

প্রিন্ট:

কিউবায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত শতাধিক

ঢাকা : কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী নিহত হয়েছেন।

দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পরই অভ্যন্তরীন রুটের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিদর্শনে যান কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-কানেল। তিনি গণমাধ্যমকে বলেন, শতাধিক যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করছি। যাত্রী ছাড়াও বিমানটিতে নয়জন ক্রু ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বিধ্বস্তের পর পরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ১০৪জন আরোহী ছিলেন। বিমানটি যাত্রী নিয়ে হাভানা থেকে হলগুইন শহরে যাচ্ছিল। দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer