Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কাশ্মীরে ভারতীয় সেনাক্যাম্পে হামলা, গোলাগুলি চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ১১:০৬, ২৯ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

কাশ্মীরে ভারতীয় সেনাক্যাম্পে হামলা, গোলাগুলি চলছে

ঢাকা : মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে।জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

এতে ভারতীয় দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলার পর শ্রীনগর ও জম্মু জাতীয় মহাসড়কের পাশের ওই ক্যাম্পের কাছে সেনাদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছে।

হামলাকারীরা নাগরোটা ক্যাম্পে গ্রেনেড ছুঁড়ে মারে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন এ হামলা চালিয়েছে।

সীমান্তে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরোটাতে বিপুলসংখ্যক সেনা সদস্য মোতায়েন করে ভারত। নাগরোটাকে সেনাবাহিনীর ১৬ ক্রপসের সদরদফতর হিসেবে ব্যবহার করা হয়।

হামলার পর সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখে তল্লাশি চালঅচ্ছে। এ ছাড়া ওই এলাকার বিদ্যালয়গুলো না খুলতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

এদিকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সীমান্তের সাম্বা সেক্টর দিয়ে একদল সন্ত্রাসী অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের রুখে দিয়েছে। সেখানেও গোলাগুলি চলছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer