Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কালিয়াকৈরে বিনামূল্যে গবাদি প্রাণি চিকিৎসায় সেনাবাহিনী

তুহিন আহামেদ, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৮:০২, ২৪ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

কালিয়াকৈরে বিনামূল্যে গবাদি প্রাণি চিকিৎসায় সেনাবাহিনী

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্যদের চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সাভার অঞ্চল কর্তৃক এসব সেবা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।

আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভার এর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপো’র অধিনায়ক কর্ণেল এসএম আজিজুল করিম হুসাইনী।

চিকিৎসা সহায়তা প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মেজর মো. মোশফেকুজ্জামান খান, লে. মো. সোহেল রানা এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, যাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাল উদ্দিন সিকদার, প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিনসহ সেনাবাহিনীর সাভার এরিয়ার কর্মকর্তাবৃন্দ।

একদিনের এই চিকিৎসা ক্যাম্পে ১৭২০টি গরু, ৭০টি মহিষ, ৪৮৫টি ছাগল এবং ২৫১০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় স্থানীয় জনসাধারণদেরকে গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাসচাষ, গবাদি প্রাণি পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদি প্রাণির সাধারণ রোগের, লক্ষণ ও প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এ চিকিৎসা ক্যাম্পে ওষুধ প্রদানের মাধ্যমে সহযোগীতা করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসিআই, নাভানা, ইয়ন ফার্মা, কেমিকো ফার্মা এবং লুমিনাস ফার্মা।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer