Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কালিয়াকৈরে বাসের ধাক্কায় দুই স্কুল ছাত্র নিহত

তুহিন আহামেদ, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ৪ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কালিয়াকৈরে বাসের ধাক্কায় দুই স্কুল ছাত্র নিহত

নিহত এক শিক্ষার্থীর স্বজনের আহাজারি। ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৩) ও রতন সরকার (১৩) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিক্ষার্থী।

রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে নাহিদ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার আমছের আলীর ছেলে এবং রতন সরকার একই এলাকার লক্ষণ সরকারের ছেলে। এছাড়া এ ঘটনায় আহত দুই জন হলো-গৌরাঙ্গ সরকার (১৩) ও ঈমান আলী (১৩)। হতাহতরা সকলেই উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়তো এবং বার্ষিক পরীক্ষা দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল।

প্রতক্ষদর্শীরা জানায়, বার্ষিক পরীক্ষা শেষ করে কালিয়াকৈর থেকে একটি বেটারি চালিত অটো রিকশাযোগে হতাহত ওই চার শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিল। তাদের বহন করা অটোরিকশাটি সূত্রাপুর সাইনবোর্ড এলাকায় পৌছলে উত্তরবঙ্গগামী যাত্রীবাহি একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা চার ছাত্রের মধ্যে নাহিদ ও রতন ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়রা অপর আরোহী ঈমান আলী ও গৌরাঙ্গ সরকারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গুড়াই হাইওয়ে পুলিশ পৌছানোর আগেই নিহতের স্বজনরা লাশ তাদের গ্রামের বাড়ি টান সূত্রাপুরে নিয়ে যায়।

গুড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer