Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখছে আইইউটি: শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখছে আইইউটি: শিক্ষামন্ত্রী

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ সরকার আগামী ২০২১ মাঝে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রুপান্তর করতে বদ্ধ পরিকর।

বৃহস্পতিবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ওইআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনেলোজির (আইইউটি) ৩০ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী এসময় আরো বলেন, ওআইসি পরিচালিত ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষায় ভুমিকা রাখছে। বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নতি করতে আইইউটি বিশেষ অবদান রাখছে।

পরে মন্ত্রী ৩শ’ স্নাতক পাশ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং ৫জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন।

স্বর্ণপদক প্রাপ্ত পাচঁ কৃতি শিক্ষার্থীরা হলেন- মো. আসিফ হাসান অনিক (আইউটি), আবরার ফাইয়াজ (ওআইসি), ওমর ফারুক (আইইউটি), মো. তানবীর হাসান মেহেদী (আইউটি) ও হামিসি রমাদান (আইইউটি)।

সমাবর্তন অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নুর।

এসময় অন্যানের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি এবং ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান, আইইউটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সাইয়িদ আলালাম আলযাহরানী প্রমূখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer