Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ই-ফাইলিং কার্যক্রম শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ই-ফাইলিং কার্যক্রম শুরু

ঢাকা : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই-ফাইলিং কার্যক্রম বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ।

সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তার অফিসকক্ষে ই-ফাইলিং-এর এ কার্যক্রম উদ্বোধন করেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাইলটিংভিত্তিতে গত ১ সেপ্টেম্বর থেকে ই-ফাইলিং কার্যক্রম চালু করা হয়েছিল। ফাইলে অনুমোদন প্রদানের মাধ্যমে মন্ত্রী আজ ই-ফাইলিং কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ই-ফাইলিং কার্যক্রম আনুষ্ঠানিভাবে শুরু করায় তিনি সচিবসহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং এখন থেকে এ বিভাগের সকল নথি অনলাইনে সম্পন্ন করার কথা বলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer