Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কারাদণ্ড ৯ মাসের, ভোগ করলেন ১৮ বছর

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৪, ২৪ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারাদণ্ড ৯ মাসের, ভোগ করলেন ১৮ বছর

যশোর : আঠারো বছর কারাভোগের পর ভারতীয় নাগরিককে বেনাপোলের চেকপোষ্ট দিয়ে বুধবার দুপুরে সে দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে তার নয় মাসের কারাদণ্ড হলেও নানা জটিলতায় কারাভোগ করেছেন ১৮ বছর।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকর হলেন, ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার কুমির মাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে চিত্তরঞ্জন গাইন (৫৩)

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল মোহিদ জানান, চিত্তরঞ্জন গাইন সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি পিস্তল নিয়ে বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এরপর যশোরের একটি আদালত তাকে ১৯৯৯ সালে নয় মাস কারাদন্ডাদেশ দেন। সাজার মেয়াদ মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে থেকে যান। নানা জটিলতায় কারাগারে কেটে যায় তার জীবনের ১৮টি বছর।

তিনি আরো জানান, মহিলা আইনজীবী সমিতি খবর পেয়ে কাগজপত্র তুলে ভারতীয় নাগরিক চিত্তরঞ্জন গাইন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিক চিত্তরঞ্জন গাইন অভিব্যক্তি প্রকাশ করেন, দীর্ঘদিন কারাভোগের পর নিজ দেশে যেতে পেরে তারা আনন্দিত।

বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতীয় নাগরিককে হস্তান্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer