Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কারাগারে দীর্ঘদিন বন্দী ৮ জনের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারাগারে দীর্ঘদিন বন্দী ৮ জনের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা : দীর্ঘদিন ধরে কারাগারে আটক ৮ বন্দীকে কেন জামিন দেয়া হবে না-মর্মে কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়।

এই আট বন্দী হচ্ছেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, তকদীর মিয়া, সাজু মিয়া ও জালাল। রুল জারির পাশাপাশি তাদের মামলার নথিও তলব করেছে আদালত।

সিলেট, সাতক্ষীরা, বাগেরহাট, মুন্সীগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের কারাগারে এই আট আসামির দীর্ঘদিন বন্দি থাকার বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

এ আইনজীবী আজ সাংবাদিকদের জানান, আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যেন কারাবন্দিদের হাইকোর্টে হাজির করা হয়। তবে কবে তাদের হাজির করতে হবে, সেই তারিখ এখনও দেয়া হয়নি। তারিখটা আমরা পেয়ে যাব।বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer