Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

কাপ্তাইয়ের ঝুলন্ত সেতুতে আরোহণ এখনো বন্ধ

মো. মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ১৫:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

কাপ্তাইয়ের ঝুলন্ত সেতুতে আরোহণ এখনো বন্ধ

বুধবার সকালে তোলা । ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : বিগত কয়েক দিনের পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুর পাটাতন পানির নীচে তলিয়ে যায়।

এর ফলে এই সেতু দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। অবস্থা অপরিবর্তিত থাকায় নিষেধাজ্ঞা বলবৎ আছে।

সেতুর প্রবেশ মুখে টাঙ্গানো হয়েছে লাল পতাকা। এর ফলে রাঙ্গামাটি বেড়াতে আসা পর্যটকদের অনেকে সেতুর কাছে এসেও সেতুতে না উঠেই বিফল মনোরথে ফিরে যাচ্ছেন।

১৯৮৩ সালে নির্মিত এই ঝুলন্ত সেতুটি এখন প্রতি বছর লেকের পানি বৃদ্ধি পেলে পানির নীচে তলিয়ে যায়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer