Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

কান উৎসবে ঐশ্বরিয়ার ঝলক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কান উৎসবে ঐশ্বরিয়ার ঝলক

ঢাকা : কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্কটা অনেক পুরনো। ১৬ বছর ধরে এই উৎসবে আলো ছড়ান ঐশ্বরিয়া। ২০০২ সালে প্রথম কানে আমন্ত্রণ পান। এরপর থেকে সেই উৎসবের নিয়মিত অতিথি তিনি।

এবারও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে অংশ হিসেবে অংশ নিয়েছেন কানের লালগালিচায়। সেখানে অংশ নিয়ে পোশাকের জন্য আলোচিত হলেন তিনি। ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর নকশা করা একটি গাউন গায়ে চাপিয়ে হাজির হন সেখানে। ‘প্রজাপতি’ স্টাইলের গাউনটি মারমেইড বা মৎস্যকন্যা ছাঁটের।

ঐশ্বরিয়ার এই গাউন সরাভস্কি ক্রিস্টাল দিয়ে খচিত। আলট্রা ভায়োলেট, মিডনাইট ব্লু রঙের সম্মিলনে তৈরি এই গাউনে লাল সুতা দিয়ে নকশা করা হয়েছে। স্লিভলেস এই গাউনের লেজ ২০ ফুট লম্বা।  আর পুরো গাউন তৈরি করতে সময় লেগেছে ১২৫ দিন।গত বছর কান উৎসবে ‘সিনড্রেলা’ রূপে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। এবার এসেছেন ‘প্রজাপতি’র বেশে। ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া ঠোঁটের নীল লিপস্টিক নিয়ে সমালোচনার মুখে পড়েন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer