Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কাঠমুন্ডুতে বাংলাদেশী পণ্যের একক বাণিজ্য মেলা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ১৮ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কাঠমুন্ডুতে বাংলাদেশী পণ্যের একক বাণিজ্য মেলা শুরু

ঢাকা : নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বাংলাদেশী পণ্যের একক বাণিজ্য মেলা ৩য় বাংলাদেশ এক্সপো ২০১৭ শুরু হয়েছে।

মঙ্গলবার এ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাপ্লাই মন্ত্রী দিপক ভোরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস। ‍

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের বানিজ্য বিষয়ক সচিব নাইন্দ্রা উপাধ্যায়, এফ এন সি সি আই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভবানী রানা, নেপাল চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ড. রাজেশ কাজী শ্রেষ্ঠা, সি এন আই এর প্রেসিডেন্ট হরি ভক্ত শর্মা এবং টি ই পি সি এর নিবার্হী পরিচালক।

নেপালে বাংলাদেশে বানিজ্য রপ্তানি প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে। ইতোমধ্যে নেপালের বাজারে বাংলাদেশের ইলেক্ট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন, ব্যাটারী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রহিম আফরোজ এবং প্রান-আর এফ এল গ্র্রুপ নেপালে তাদের বাজার সম্প্রসারণে সফল হয়েছে। এসব প্রতিষ্ঠানের পণ্যের গুনগত মান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালের সম্মানিত সাপ্লাই মন্ত্রী দিপক ভোরা। 

মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে প্রান-আর এফ এল, রহিম আফরোজ, ওয়ালটন, এসি আই, সজিব ফুড, এপেক্স ফুট ওয়ার, ডেফোডিল ফ্যামিলি, ইফাদ, বসুন্ধরা গ্র্র্রুপ, মীর সিরামিক এন্ড সিমেন্ট, শরীফ মেটাল সহ দেশের অর্ধ শতাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান। মেলার এয়ারলাইনস পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের বেসরকারী এয়ারলাইনস ইউ এস বাংলা এয়ারলাইনস এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশন।

বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইউ টার্ন এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপি এ মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer