Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কাজী রকিবুল ইসলাম এর দু’টি কবিতা

প্রকাশিত: ০১:১১, ১০ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কাজী রকিবুল ইসলাম এর দু’টি কবিতা

পরিচয় খুঁজি

আমার পরিচয় খুঁজি গ্রামের বাড়ির-আঙিনায় ধানের গোলাতে,
খুঁজি নাগরিক জীবনের নিয়ন আলোতে ?

আমার পরিচয় খুঁজি গাঁয়ের মেঠোপথে, কিষাণ-কিষাণীর ঘামের গন্ধে,
খুঁজি শহরের সাজানো নবান্নে ?
খুঁজি তারে-ক্ষেতের আলে, ফসল কাটার ছন্দে।

আমার পরিচয় খুঁজি গাঁয়ের মাঠে দাঁড়িয়া বাঁধা, গোল্লাছুট, হা-ডু-ডু খেলাতে,
খুঁজি উঠানের কোণে-বৌচি, লুডু-মার্বেল, ডাংগুলি খেলায় বেলা-অবেলাতে,
খুঁজি তারে পিঠা-পুলি, মুড়ি-মুড়কি, কদমা-বাতাসা, গাঁয়ের মেলাতে,
খুঁজি শপিংমলে, ব্যাট-বল, ক্রিকেট খেলাতে।

আমার পরিচয় খুঁজি বাংলা নববর্ষের শুরুতে,হালখাতার হিসাবে,
খুঁজি হেমন্তের শেষে ধান কাটার পরে,ফসল তুলে খাজনার খাতাতে।

আমার পরিচয় খুঁজি রাখালের বাঁশিতে-গাঁয়ের উৎসবে,একতারা,দোতারা
ঢাক-ঢোল, পুঁথি, মাঝি-মাল্লার বোলতানে।
খুঁজি উচ্চ শব্দে মিউজিক-কিবোর্ড-গিটারে।

আমার পরিচয় খুঁজি লুঙ্গি-গামছা, ধুতিতে,
খুঁজি সুট-বুট, কোট আর ছোট-ছোট পোশাকের কোটিতে ?

আমার পরিচয় খুঁজি একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে,
খুঁজি ছাব্বিশে মার্চের স্বাধীনতার সিঁড়িতে,
খুঁজি তারে ষোলই ডিসেম্বর বিজয় দিবসে, বিজয়ী বীরের বাড়িতে

নকলে নাকাল

আসলের স্বাদ নিতে বুনেছিলো স্বাধীনতার বীজ,
আসল সব হারিয়ে গেছে নকল সব চিজ,
নকলবাজরা দেশটা যেনো নিয়েছে লিজ।

নকলে নাকাল, নকল খাওয়ায় মৃত্যু হচ্ছে অকালে !
নকলবাজ, নকলকাজ, নকল সাজে সকলে।

নকল ধরে ছেড়ে দেয় আসল ঘুষখোরে,
আজ-কাল আর আসল নেই, সকলে নকল নিয়ে ঘোরে।

ডাক্তার নকল, ওষুধ নকল, নকল কোমল পানি!
জন্ম, মৃত্যুর নকল সনদ সে কথা সকলেই জানি !
ইলেট্রিক পণ্য নকল, নকল ঘোষণাপত্রে করে আমদানি।

সাহেব নকল, বিবি নকল, আছে নকল কর্মচারী,
না জেনে নকল জিনিসে ভরছে ঘর-বাড়ি।

এতো কিছু নকল করেও বিবেক দেয় না পীড়া ?
সমাজটা চলছে জোড়া-তালি দিয়ে,আসলে ছেঁড়া।

পুলিশ নকল, ডিবি নকল, নকল র‌্যাব,
প্রশাসনের কর্তা নকল, আছে নকল গুরুদেব!
টিভি নকল, মোবাইল নকল আরো নকল ট্যাব,
গাড়ির কাগজ নকল, লাইসেন্স নকল, পাসপোর্ট নকল
নকল ভিসায় বিদেশ, নকল কর্তায় করে চেক।

আসল হারিয়ে নকলের মধ্যে করি ঘোরা-ঘুরি,
নষ্ট সমাজে মনের কষ্টে মনে-মনে নিজেই নিজেকে মারি !

ভাষণ নকল, শাসন নকলে নষ্ট সম্প্রীতি,
নকল ভালোবাসায় নষ্ট প্রেমপ্রীতি।

নেতা নকল, নীতি নকল-দেয় নকল বাণী,
সব নকল জেনে শুনে নিজেই নিজের কান টানি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer