Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

কাকন বিবির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২২ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কাকন বিবির দাফন সম্পন্ন

সিলেট : মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে পাকবাহিনীর হাতে একাধিকবার বন্দি ও নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা কাকন বিবিকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন সুরিগাঁও গ্রামের মসজিদের ইমাম মাওলানা ইব্রাহমি খলিল। পরে জিরাগাঁও তার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইবরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রসি আলী বীর প্রতীক প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল র্কতৃপক্ষ তার মরদেহ মেয়ে সকিনার কাছে হস্তান্তর করে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাকন বিবি মারা যান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer