Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৬ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

ঢাকা : প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। ২০টি ফেরির মধ্যে সকাল ৮টা থেকে ৫টি ফেরি চলাচল করছে।

প্রয়োজনের তুলনায় ফেরি সংখ্যা কম হওয়ায় ঘাটের উভয়পাড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। আটকা পড়েছে ৩ শতাধিক ছোটবড় যানবাহন। পারাপারে ক্ষেত্রে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স এবং পচনশীল পণ্যের পরিবহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিনে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং পয়েন্টে দেখা দেয় নাব্য সংকট। সমস্যা সমাধানে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারণের কাজ চলছে। এ কারণে গতরাত থেকে সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer