Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

কলাগাছের শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

কুড়িগ্রাম সংবাদদাতা

প্রকাশিত: ১৫:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১৫:২৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

কলাগাছের শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার নব নির্মিত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় চত্ত্বরের একটি পরিত্যক্ত জমিতে কলাগাছ ও কাগজের সমন্বয়ে তৈরি শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় একটি বিশাল র‌্যালি বিলুপ্ত ছিটমহলের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন কামালপুর মইনুল হক উচ্চ বিদ্যলয়, হাবিবপুর স্বপ্নের আলো কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থীসহ বিলুপ্ত ছিটমহলের শত শত নারী-পুরুষ।

র‌্যালি প্রদর্শন শেষে তারা ভাষা শহীদদের শ্রদ্ধায় কলাগাছের তৈরি শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা হাফেজ মিনহাজুল ইসলাম।

কামালপুর মইনুল হক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ছিটমহল নামের কারাগার থেকে ৬৮ বছরের বন্দী জীবন থেকে মুক্ত হওয়ার পর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছাড়ার কামালপুরে কামালপুর মইনুল হক উচ্চ বিদ্যলয়ে আমরা জাতীয় দিবসগুলো পালন করছি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer