Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কম্পিউটার ছিল বেদের আমলেও: শঙ্করাচার্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কম্পিউটার ছিল বেদের আমলেও: শঙ্করাচার্য

ঢাকা : তথ্যপ্রযুক্তির চল ছিল বৈদিক ভারতেও৷ কম্পিউটারের আভাসও রয়েছে বেদে৷ ভারতে বিজ্ঞানচর্চা নিয়ে এ যাবত্‍ নানা চমকপ্রদ দাবিতে নয়া সংযোজন৷ লখনউ বিশ্ববিদ্যালয়ের মালব্য হলে বক্তৃতার সময় এমনটাই জানালেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী৷

লখনউ বিশ্ববিদ্যালয়ে শঙ্করাচার্য বৈদিক বিজ্ঞানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, “বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি বেদের সঙ্গে সংযোগের মাধ্যমেই আরও বেশি উন্নতি করতে পারবে৷” পুরীর গোবর্ধন মঠের পীঠাধীশ্বর জগদগুরু বর্তমান শঙ্করাচার্য নিশ্চলানন্দ৷ আকাশযানের পর এবার কম্পিউটারের প্রসঙ্গেও বেদের কথাই টানলেন তিনি৷

তিনি বলেন, “বাইনারি সিস্টেম কিংবা গণনা পদ্ধতি এসব কিছুর কথাও বহু যুগ আগেই বেদে লেখা হয়েছিল৷ ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার বদলে সামান্য সময়েই বৈদিক গণিতের মাধ্যমেই যে কোনও গণনা সম্ভব৷”

শঙ্করাচার্য আরও বলেন, “অথর্ব বেদকে ম্যাজিক ফরমুলার বেদ বলা হয়৷ গণিতকে আরও সহজতর করে দেয় এই বেদ৷ আধুনিক সময়ের যে কোনও কম্পিউটারে কিংবা যে কোনও আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রে যে গণিতের ব্যবহার হয়, এর কথা কিন্তু বেদেই উল্লেখ করা হয়েছে৷ শূন্যের অস্তিত্বও বেদের দান৷”

সংবাদ প্রতিদিন

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer