Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ১৭ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

ফাইল ছবি

ঢাকা : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। 

কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর ভিড় বেড়েছে কয়েকগুণ। পুরো স্টেশন জুড়েই ঘরে ফেরা মানুষের ভিড়। কেউ ব্যাগ হাতে, কেউবা পরিজনের হাত ধরে ছুটছেন কাঙ্ক্ষিত ট্রেনের দিকে। ইট-পাথরের শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন তারা।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যাবে। এরমধ্যে ৩১টি আন্তঃনগর আট বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস।

এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও শনিবার থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন। এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer