Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক পেলেন শুটার বাকী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৮ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক পেলেন শুটার বাকী

ঢাকা : অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে পদক জিতলেন বাংলাদেশের আব্দুল্লা হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন ২৮ বছর বয়সী এই দেশসেরা শ্যুটার।

রোববার বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ২২৪.৬ স্কোর গড়েন বাকি। একই ইভেন্টে স্বর্ণ জয় করেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন। তার স্কোর ২২৫.১। কোয়ালিফিকেশন পর্বে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন বাকি।

এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer