Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে পূজা

আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৯, ১৮ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে পূজা

ছবি-বহুমাত্রিক.কম

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ার গৈলায় মনসা মঙ্গল কাব্যগ্রন্থ প্রণেতা, মধ্যযুগীয় প্রখ্যাত কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দিরে দেবীর বার্ষিক পূজা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

৫শ’ ২২বছর আগে কবি বিজয় গুপ্ত কর্তৃক মন্দির প্রতিষ্ঠা ও পদ্মপুরাণ বা মনসা মঙ্গল কাব্যগ্রন্থ রচনার পর থেকেই পঞ্জিকামতে প্রতিবছর বাংলা শ্রাবণ মাসের শেষদিনে মহা ধুমধামের সাথে মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

দেশী-বিদেশী নারী-পুরুষসহ বিভিন্ন ধর্মাবলম্বী হাজারো ভক্ত তাদের মানত ও পূজা দিতে সকাল থেকেই মন্দির অঙ্গনে জড়ো হয়। দেবী মনসার মন্দিরে বাৎসরিক পূজা উপলক্ষে সকাল ৭টায়, দুপুর ১টায় ও বিকেল ৪ টায় তিন দফায় পূজা অর্চনা, ভোগরাগ, ছাগ বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনের আশেপাশে বিভিন্ন ধরণের উপকরণ ও তৈজসপত্র নিয়ে বসেছে গ্রামীণ মেলা। উপজেলা রাজিহার গ্রামের চলাইরপাড় শুকদেব বিশ্বাসের বাড়িতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও সকল হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer