Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কনফেডারেশনস কাপে রাতে পর্তুগালের মুখোমুখি রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২১ জুন ২০১৭

আপডেট: ১৬:২৩, ২১ জুন ২০১৭

প্রিন্ট:

কনফেডারেশনস কাপে রাতে পর্তুগালের মুখোমুখি রাশিয়া

ঢাকা : কনফেডারেশনস কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে ধরা হয় মহড়া হিসেবে। মহাদেশীয় এই টুর্নামেন্টে দু’গ্রুপে ভাগ খেলছে ৮টি দল।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া-পর্তুগাল। অপর ম্যাচে রাত ১২টায় মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

রাশিয়া-পর্তুগালের ম্যাচকে ঘিরে রাশিয়ার দর্শকদের উত্তেজনা চরমে ছিল অনেক আগে থেকেই। এ ম্যাচের দু’মাস আগেই সব টিকিট বিক্রি শেষ গেছে।

রাশিয়া এক সময়ের ইউরোপের পরাশক্তি হলেও তাদের সেই আধিপত্য এখন আর নেই। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের জন্য তাই দলটি তেমন কঠিন কিছু হওয়ার কথা নয়। কিন্তু রাশিয়ার মাটিতে পর্তুগালের অতীত পরিসংখ্যান বলে শেষ সবকটি দেখাতে জয় পেয়েছে রাশিয়ানরা। সর্বশেষ ২০১৫ সালের প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে রাশিয়া। রোনালদোর পর্তুগাল কি এবার সেই ধারাটা ভাঙতে পারবে? তা দেখার অপেক্ষায় থাকতে হবে আরো কয়েকটি ঘণ্টা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer