Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কথাসাহিত্যিক দীপক রঞ্জন চৌধুরী আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ১৫ মে ২০১৭

আপডেট: ২০:৪৬, ১৫ মে ২০১৭

প্রিন্ট:

কথাসাহিত্যিক দীপক রঞ্জন চৌধুরী আর নেই

ঢাকা : বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি দীপক রঞ্জন চৌধুরী সোমবার ১৫ মে সোমবার সকাল ৮টায় জয়পুরহাটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেছেন।

তার জন্ম ১৯৫৭ সালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি একজন এনজিও’র কর্মকর্তা ছিলেন।

মতিহারে আশির দশকে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখেন দীপক রঞ্জন চৌধুরী। তিনি ‘শব্দায়ন’-এর সাথে জড়িত ছিলেন। ১৯৯৩ সালে ‘পদ্মাপারের মুখ ও মুখোশ এবং ১৯৯৫ সালে গাঁও গেরামের পাঁচ কথা’ নামে তার দুটি গ্রন্থ প্রকাশিত হয়। তার নতুন গল্পগ্রন্থ ‘রাত ও দিনের প্রতীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে।

তিনি গ্রন্থটি উৎসর্গ করেছেন প্রিয় শিক্ষক ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে।

তার মৃত্যুতে রাবি বাংলা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কবি আপেল আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

যেখানেই থাকি হৃদয়ে মতিহার -এর আহবায়ক আহমেদ সফিউদ্দিন ও প্রধান এডমিন মুহম্মদ রবীউল আলম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তার বিদেহী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer