Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কণ্ঠভোটে আওয়ামী লীগের ঘোষণাপত্র সংশোধন

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২২, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০১:০৬, ২৪ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

কণ্ঠভোটে আওয়ামী লীগের ঘোষণাপত্র সংশোধন

ঢাকা: সারা দেশের কাউন্সিলররা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদন করেছেন।

বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে ঘোষণাপত্রের সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘ঘোষণাপত্র যুগোপযোগী করা হয়েছে। ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে। আপনাদের সম্মতি থাকলে হ্যাঁ বলে সমর্থন জানান’।

এ সময় কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বললে কণ্ঠভোটেই এ সংশোধনী অনুমোদিত হয়ে যায়।

এর আগে দুই পর্বের রুদ্ধদ্বার কাউন্সিলে বিভিন্ন জেলার ৩৫ জন নেতা বক্তব্য দেন। শনিবার (২২ অক্টোবর) দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিভাগের পক্ষে আরও ৬ জন জেলা নেতা। ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে সব মিলিয়ে বক্তব্য দিয়েছেন ৪১টি জেলার নেতা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer