Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

কঠিন সমীকরণে জিততেই হবে মাশরাফিদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কঠিন সমীকরণে জিততেই হবে মাশরাফিদের

ঢাকা : আগের দুটি ম্যাচ বাংলাদেশের জন্য আক্ষেপের। প্রথম ম্যাচে বৃষ্টির হানা। আইরিশদের বিপক্ষে টাইগাররা জয় পেলে অনেকটা এগিয়ে থাকতেন সিরিজে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। বাংলাদেশ পেয়েছে দুই পয়েন্ট। আইরিশদের ঝুলিতেও জমা পড়েছে সমান দুই পয়েন্ট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে পরাস্ত হয়েছে বাংলাদেশ। টাইগারদের করা ২৫৭ রানের জবাবে কিউইরা জয়ের বন্দরে নোঙর ফেলেছে ১৫ বল হাতে রেখেই। নিউজিল্যান্ডের উইকেট পতন ঘটেছে ৬টি। ম্যাচ শেষে মাশরাফির আক্ষেপ- আর ২০টি রান দরকার ছিল।

আক্ষেপ পুড়লেও টাইগারদের আশা পুড়ে যায়নি। বেঁচে আছে সিরিজ জয়ের আশা। আক্ষেপ ভুলে মাশরাফিদের সামনে তাকানোর পালা। সিরিজ জিততে আজ আইরিশদের বিপক্ষে জিততেই হবে।

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিই মূলত হিসাব কঠিন দিয়েছে বাংলাদেশের। কঠিন সমীকরণ নিয়েই ডাবলিনের মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌঁনে চারটায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা।

ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়া তিন দলই খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। নিজেদের দুটি ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। বলার অপেক্ষা রাখে না যে, পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিউজিল্যান্ডের দখলে। বাংলাদেশের ম্যাচের আগে আইরিশদের ৫১ রানে পরাজিত করেছে টম লাথামের দল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer