Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ওয়েজবোর্ডের দাবিতে ৩০ জুলাই কর্মসূচি সফলের আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২৭ জুলাই ২০১৭

আপডেট: ২১:২০, ২৭ জুলাই ২০১৭

প্রিন্ট:

ওয়েজবোর্ডের দাবিতে ৩০ জুলাই কর্মসূচি সফলের আহ্বান

নবম ওয়েজবোর্ডের দাবিতে সাম্প্রতিক সমাবেশের ছবি

ঢাকা : নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে ৩০ জুলাইয়ের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ।

কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়ন অফিসে সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়।

সভায় সিনিয়র সাংবাদিক ও প্রেস শ্রমিক এবং কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং ৫৭ ধারা বাতিলের দাবির সাথে একমত পোষন করেন।

নেতৃবৃন্দ বলেন, ২৯ জুলাই’র মধ্যে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা না হলে ৩০ জুলাই সচিবালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

৭১ টেলিভিশনের হেড অব নিউজ ও বিএফইউজে নেতা সৈয়দ ইসতিয়াক রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, সাংবাদিক নেতা কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন নেতা মতিউর রহমান তালুকদার, আলমগীর হোসেন খান, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, বাসস’র প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান, আমিনুল ইসলাম মির্জা, রাজু আহমেদ, ডেইলি স্টারের সাজ্জাদুর রহমান, বিএফইউজের নেতা স্বপন দাশগুপ্ত, মাহমুদুর রহমান খোকন ও আরটিভির রাজিব খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer