Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ওবামাকেয়ার বাতিলের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৫:৪২, ২১ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

ওবামাকেয়ার বাতিলের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

ঢাকা : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে প্রথম পদক্ষেপ নিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আইন বাতিলের ফলে প্রায় দুই কোটি মার্কিন নাগরিকের স্বাস্থ্যবীমা হারানোর সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের দেয়া ঘোষণা অনুযায়ী, ওবামাকেয়ার নামে পরিচিত এই আইন বাতিলের মধ্য দিয়ে খরচের বোঝা নামবে।

শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেয়া ভাষণে ট্রাম্প প্রতিশ্রুতি দেন তার কাছে যুক্তরাষ্ট্রই সবার আগে। এছাড়া তার দেশে নিয়মিত যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয় সেসব বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছুক্ষণেল মধ্যেই ট্রাম্প তার মন্ত্রিপরিষদের জন্য মনোনীত সদস্যের নাম সিনেটে পাঠিয়ে দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer