Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঐতিহাসিক নাসা প্যাড থেকে কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঐতিহাসিক নাসা প্যাড থেকে কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স

ঢাকা : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করা নভোচারীদের কাছে খাদ্য ও যন্ত্রসামগ্রী পাঠাতে স্পেসএক্স মনুষ্যবিহীন একটি মহাকাশ যান উৎক্ষেপণ করছে। ঐতিহাসিক নাসা প্যাড থেকে শনিবার এটি উৎক্ষেপণ করা হবে।

কেপ কানাভারালের লাঞ্চপ্যাড ৩৯এ থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে ড্রাগন নামের কার্গোযানটির উৎক্ষেপণের কথা রয়েছে।

সোমবার সকাল নাগাদ কার্গোযানটি মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে। এরআগে এটি দু’দিন কক্ষ পথে পরিভ্রমণ করবে।

১৯৬০ ও ১৯৭০’র দশকে চাঁদে মার্কিন মহাকাশ সংস্থার মিশনের জন্য এটি নির্মাণ করা হয়।
স্পেসএক্স নাসার সাথে আলোচনা করে ২০১৩ সালে লাঞ্চপ্যাডটি ইজারা নেয়।

স্পেসএক্সের চীফ অপারেটিং অফিসার জিনি শটওয়েল জানান, ২০১৮ সালের মধ্যে মহাকাশে নভোচারী পাঠানোর জন্য এটিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হচ্ছে। আধুনিক মহাকাশ যান পাঠানোর মতো করে একে উপযোগী করতে কোম্পানির ১০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer