Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এমপির গ্রামে অভাবের তাড়নায় ২২ দিনের শিশু বিক্রি

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি

প্রকাশিত: ০২:২০, ১ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০২:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

এমপির গ্রামে অভাবের তাড়নায় ২২ দিনের শিশু বিক্রি

নতুন মায়ের কোলে ঠাঁই হয়েছে শিশুটির। ছবি-বহুমাত্রিক.কম

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা বারবান্দা গ্রামে অভাবের তাড়নায় ২২ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দিলেন বাবা-মা।

জানা গেছে, বন্যা নামের সদ্যোজাত ওই শিশুটির বাবা-মা বিনিময়ে পাওয়া ২০ হাজার টাকায় বাড়িতে থাকার ঘর তুলছেন।

শিশুটির বাবা-মা স্থানীয় এমপি রুহুল আমিনের গ্রামের বাসিন্দা হওয়ায় এই ঘটনায় ওই এলাকায় আলোচনার ঝড় বইতে শুরু করছে।

জানা গেছে, শিশুটি কিনে নেয়ার পর ৩৬ হাজার টাকায় এক নিসন্তান দম্পতির কাছে বেঁচে দিয়েছেন বাওয়াই গ্রামের দালাল সিদ্দিক।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বারবান্দা গ্রামের মৃত রাজ্জাকের কন্যা মোছাঃ রেবিকে বিয়ে দেন জামালপর জেলার জামালপুর থানার টুলকিরচর ইউনিয়নের আলকীরচর গ্রামের মৃত মোনছেন আলীর পুত্র গোলম মোস্তফার সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পর ওই দম্পতির ৪টি মেয়ে ১টি ছেলে সন্তানের জন্ম হয়। গত ক’দিন আগে রেবি বেগম আবার মেয়ে শিশু জন্ম দিলে অভাবের তাড়নায় তাকে জন্মের ২২ দিনের মাথায় বিক্রি করতে বাধ্য হন।

নাড়ী ছেড়াধন গর্ভের সন্তানকে বিক্রি করা টাকায় ঘর উঠছে। উঠোনে বিষন্ন মা

শিশুটির মা বলেন, ‘কেউ কোনোদিন বুকের বাচ্চারে ব্যাইছা খায়? এহন মানুষ করতে পারিনা দেইহা বাচ্চাডারে মানসের কাছে ২০ হাজার টেহায় দিয়ে দিছি, তা ছাড়া উপায় নাই।’

তিনি বলেন, ‘ভাই এদেশে মানুষ নাই হেই জন্য আমগোর কেই দেহেনা। মেম্বরের কাছে একটা নামের জন্য অনেক দিন গেছিলাম কিন্তু টেহাও নাই দেইহা আমগোর নামও খাতা উঠেনা। বাড়ির পাশে এমপি রুহুল আমিনের বাড়িতে গত ঈদে তার কাছে একটা কাপড় চাইছিলাম হে কয়জে আমারে তোমরা ভোট দেওনাই সে জন্য তোমরা কাপড় পাবেনা। তহন আমি বাত্তে আইসা ছিরা কাপড় পইরা ঈদ করি।পোলাহানরে কিছুই দিবার পারিনাই মানুষ কত ভালো ভালো কাপড় পইরা ঈদের মজা করে আর আমাগোর কপালে কিছুই জুডেনা।’

বন্যার মা কান্না জড়িত ভাষায় বলেন, ‘৫ সন্তান আমার ভিটামাটি কিছুই নাই একজনের বাড়িতে উঠুলি থাকি। স্বামীরও কিছু নাই আমার বাবাও মানুষের বাড়িতে থাইকা মইরা গেছে এহন মারে নিয়া এক হাতে থাকি কিন্তু থাকার কোনোতা নাইকা।বাঁশ দিয়া ছাফরা তইলা রাত কাটাই আর মা সকাল ওইলে মানসের ব্যাত্তে চাইয়া চিন্টা যা পায় তাই দিয়া একবার খাই আবার নাও খাইয়া থাকি। আমাগোর কেউ কনোদিন কয়না জে কি খাইছাও এমন মানুষ পাইলাম না।’

ওই দম্পতির ৫ সন্তানের মাঝে মর্জিনা খাতুন (১৪) মরিয়ম খাতুন (৯) যেহেদি (৭) মেহেদি, (৩) মুরশেদা আক্তার(৫)।

এলাকাবাসী জানায়, গত ২২ আগস্ট ২২ দিনের শিশু মুরশেদা আক্তার বন্যাকে ২০ হাজার টাকায় এক দালাল কিনে নেয়ার পর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের নিসন্তান দেলোয়ার শিশুটিকে ৩৬ হাজার টাকায় কিনে নেয়।

এব্যাপারে কুড়িগ্রাম-৪ আসনের স্থানীয় এমপি রুহুল আমিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer