Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

এমপি লিটন হত্যার দুই আসামি রিমান্ডে

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশিত: ১৩:৩৯, ১৫ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এমপি লিটন হত্যার দুই আসামি রিমান্ডে

ছবি-সংগৃহীত

গাইবান্ধা : গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার আশরাফুল ইসলাম (২৭) ও তার সহযোগী জহিরুল ইসলামের (২৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকাল পৌনে ১২টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজি ইউনূস আলীর ছেলে আশরাফুল ইসলাম। এ ছাড়া জহিরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থযোগানকারী হাজি ফরিদের ছেলে। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে।

এর আগে, ১১ ডিসেম্বর ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব ১। এরপর ১৩ জানুয়ারি ভোররাতে তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer