Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এম আর খান চিকিৎসা বিজ্ঞানের বাতিঘর : কামরুল হাসান খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ৫ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এম আর খান চিকিৎসা বিজ্ঞানের বাতিঘর : কামরুল হাসান খান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, জাতীয় অধ্যাপক এম আর খান ছিলেন দেশের চিকিৎসা বিজ্ঞানের বাতিঘর।

তিনি ছিলেন এদেশের ফাদার অফ প্যাডিয়াট্রিশিয়ান। বাংলাদেশের শিশু বিভাগের উন্নয়ন ও শিশু চিকিৎসক তৈরিতে তিনি অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।

ডা. হাসান রোববার দুপুরে বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে জাতীয় অধ্যাপক এম আর খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিএসএমএমইউ’র শিশু বিভাগ ও বাংলাদেশ প্যাডিয়াট্রিক এ্যাসোসিয়েশন (বিপিএ) এই স্মরণ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বিপিএ-এর সভাপতি ও বিএসএমএমইউ-এর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আব্দুল মান্নান, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, তিনি আজীবন শিশুদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যেভাবে সেবা প্রদান করে গেছেন তা বর্তমানে শিশু চিকিৎসকদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
তিনি ছিলেন একজন সফল মানুষ ও নেতৃত্বদানকারী গুণী চিকিৎসক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer