Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এবারের ম্যান বুকার পেলেন মার্কিন লেখক জর্জ সন্ডার্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১৮ অক্টোবর ২০১৭

আপডেট: ২১:১৬, ১৯ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

এবারের ম্যান বুকার পেলেন মার্কিন লেখক জর্জ সন্ডার্স

ঢাকা : প্রথম উপন্যাসের জন্যই ম্যান বুকার পেলেন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সন্ডার্স। `লিংকন ইন দ্য বার্ডো` উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন।

ছেলের কবরের পাশে যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি রাতের শোকের পটভূমি নিয়ে এ উপন্যাসের কাহিনি।

৫৮ বছর বয়সী সন্ডার্স দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে এ পুরস্কার পেলেন। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের বিশ্ব সাহিত্যের সম্মানজনক এ পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়াল।

এ বছর বুকারের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন ব্রিটিশ লেখক আলী স্মিথ, ফিওনা মোজলি, মার্কিন লেখক পল অস্টার, এমিলি ফ্রিডলান্ড ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মহসিন হামিদ।

সূত্র: বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer