Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এবার স্মার্ট ওয়াচ ব্যবহারে নিষেধাজ্ঞা আনলো আইসিসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এবার স্মার্ট ওয়াচ ব্যবহারে নিষেধাজ্ঞা আনলো আইসিসি

ঢাকা : এবার ক্রিকেট মাঠে স্মার্ট ওয়াচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

লর্ডস টেস্টের প্রথমদিন স্মার্ট ওয়াচ পরে খেলতে নেমেছিলেন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। আর এর পরেই উপমহাদেশের দলটির ক্রিকেটারদের আইসিসির দুর্নীতি দমন শাখার (আকসু) কর্মকর্তারা জানান, ক্রিকেট মাঠে স্মার্ট ওয়াচ পরে নামতে পারবেন না তারা।

তবে স্মার্ট ওয়াচের সাহায্যে পাকিস্তানের ক্রিকেটারের নিয়ম ভেঙে দুর্নীতিযুক্ত কিছু কাজ করেছেন এমনটা নয়। কিন্তু স্মার্ট ওয়াচের সাহায্যে তথ্য আদান-প্রদান করা যায়। আর এই কারণেই স্মার্ট ওয়াচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এনেছে আইসিসি।

বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাঠের আশেপাশে কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ।

ম্যাচ শুরুর আগে ক্রিকেটার এবং অফিসিয়ালদের ফোন আইসিসির দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের হাতে দিয়ে দিতে হয় এবং ম্যাচ শেষে তারা সেইগুলো ফেরত পান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer