Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এবার মার্কিন পণ্যে শুল্ক বসালো ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এবার মার্কিন পণ্যে শুল্ক বসালো ভারত

ঢাকা : ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসন শুল্ক আরোপ করায় এবার পাল্টা জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মোটরবাইকসহ ৩০টি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক-ছাড় তুলে নেয়া হবে বলে জানিয়েছে মোদি সরকার।

ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৮০০সিসি মোটরবাইকের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি পাবে। মার্কিন অ্যামন্ড, আখরোট কিংবা আপেলেও শুল্ক বাড়বে ২০ থেকে ২৫ শতাংশ। ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা বিশ্ব বাণিজ্য সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছে দিল্লি।

ইতোমধ্যে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংঘাতে উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বের। বেইজিংয়ের বিরুদ্ধে মেধাসত্ত্ব চুরির অভিযোগ তুলে একগুচ্ছ চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছে আমেরিকা। তার জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক চাপিয়েছে বেইজিং। এতে দুই দেশের মধ্যে আন্তঃপ্রতিযোগিতা শুরু হয়েছে কে কাকে টেক্কা দেবে।

এমন অবস্থায় আশঙ্কা দেখা দিয়েছে, তবে কি ভারত ও আমেরিকার সম্পর্কেও বাণিজ্যিক স্বার্থ প্রাচীর হয়ে দাঁড়াতে চলেছে?

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer