Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

এফবিআইয়ের ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এফবিআইয়ের ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

Getty Images

ঢাকা : ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কারণে ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এর মধ্যে তিনজনের বিরুদ্ধে জালিয়াতি এবং পাঁচজনের বিরুদ্ধে পরিচয় গোপন করে রাশিয়ায় তথ্য সরবরাহের অভিযোগ তোলা হয়েছে।

মার্কিন নির্বাচনে রুশ আতাতের তদন্তে থাকা স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযুক্তদের মাঝে তিনটি রুশ কোম্পানির কর্তাব্যক্তিও আছেন।

মুলার আরো জানান, অভিযুক্তদের মধ্যে অনেকেই নিজেদের রাশিয়ান নাগরিকত্বের পরিচয় লুকিয়ে যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেমে ঢুকে তথ্য হাতিয়ে নেন।

এ সময় তাঁরা মার্কিন নাগরিকের পরিচয় ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ খুলে মার্কিনিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer