Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এজলাস কক্ষে খালেদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:১৪, ৮ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

এজলাস কক্ষে খালেদা

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের এজলাসকক্ষে হাজির হয়েছেন খালেদা জিয়া। একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা পৌনে এগারটায় আদালতে এসে এজলাসকক্ষের আসামির কাঠগড়ায় অবস্থান নিয়েছেন মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া। সকাল দশটা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন তিনি।

৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে গত ০১ ডিসেম্বর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন খালেদা। বৃহস্পতিবার অসমাপ্ত বক্তব্য পাঠ করবেন।

খালেদা আসার আগে চ্যারিটেবল মামলায় ফের আত্মপক্ষ সমর্থন করেছেন দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। নিজেদেরকে নির্দোষ বলে দাবি করে সাফাই সাক্ষী দেবেন বলেও জানিয়েছেন তারা।

এখন অরফানেজ মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে জেরা করছেন রেজাউল করিম সরকার।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer