Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

এখন থেকে লাইসেন্স লাগবে চাল ব্যবসায় : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২ অক্টোবর ২০১৭

আপডেট: ০২:৩১, ৩ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

এখন থেকে লাইসেন্স লাগবে চাল ব্যবসায় : খাদ্যমন্ত্রী

ঢাকা : এখন থেকে দেশে চালের ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ জন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাঁদের লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

কামরুল জানান, এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য খাদ্য কর্মকর্তারা ১০ অক্টোবরের মধ্যে চাল ব্যবসায়ীদের নোটিশ দেবেন। এই নোটিশের ভিত্তিতে তাঁরা ৩০ অক্টোবরের মধ্যে চাল ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ করব্নে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় খাদ্য দপ্তরগুলো এই লাইসেন্স দেবে।

একজন ব্যবসায়ী তাঁর গুদামে সর্বোচ্চ ৩০ দিন চাল মজুদ রাখতে পারবেন বলেও জানান মন্ত্রী। এ ছাড়া তাঁর মজুদ কী পরিমাণ আছে, সেটা ১৫ দিন পর পর খাদ্য দপ্তরকে জানাতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer